মহাপ্রভু রোডের উপর আদ্রাহাটি ব্রীজ, চওড়া ১১ ফুট ও লম্বা ৩০ ফুট। কিন্তু দুই বৎসর এই ব্রীজটির বেহাল দশা। প্রশাসনকে বারবার জানালেও কোন ফল মেলেনি বলে ক্ষোভ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, গোহগ্রাম,মল্লা সারুল ও পুরাতন গ্রাম রুটের মোট ১১ টি বাস চলে এবং ২০ – ২৫ টা গ্রামের মানুষ এই রুটে যাতায়াত করেন। তাঁদের বক্তব্য, ওভারলোর্ডেড বালির লড়ি নিয়ে যাওয়ার ফলে এই অবস্থা। বাসযাত্রী জনাবুদ্দিনের বক্তব্য এই সেতুতে জীবনের ঝু্কি নিয়ে পেরোতে হচ্ছে দুই বৎসর ধরে,তবুও এই সেতু মেরামত হল না। বাস চালক রফিকুল ইসলাম স্বীকার করেন,এই সেতু ঝু্ঁকি নিয়ে চলার ব্যাপারে। সারদিনে ২০০ টি বালির লরী যায় বলে দাবি এলাকাবাসীর। আদ্রাহাটির আতিয়ার রহমান মল্লিক,কৈতাড়ার অজয় লাহা,সুন্দলপুরের সেখ চঞ্চল,গোহগ্রামের খোকন ঘোষ বলেন, এই নিয়ে তিনবার এই সেতুটি মেরামত হল।আর নয়। এবার ডবল গাড়ী যাতে পাশ হয়। তারজন্য চওড়া নতুন ব্রীজ করতে হবে। গলসি বিডিও ২ শঙ্খ বন্দ্যোপাধ্যায়
বলেন,বাসের যাত্রী একপ্রান্তে নেমে ব্রীজের উপর হেঁটে গিয়ে অন্যপ্রান্তে বাসে চেপে যাওয়ার ব্যাবস্থা করেছি। তিনি জানিয়েছেন,ইরিগেশন দপ্তরের একটি দল আসছেন।
Photography – Sudeep Pal
Facebook Comments