ইংরাজি নতুন বছর উদ্যাপনের অনুষ্ঠানেও দুর্গাপুজো এবং কালীপুজোর মতোই কোভিডবিধি মেনে চলতে হবে বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ বর্ষবরণ উদ্যাপনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনকে একগুচ্ছ নির্দেশ দেয়। বড়োদিনের পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতা এবং অন্যান্য শহরে একাংশের মানুষ উত্সবের মেজাজে থাকেন। কিন্তু করোনাভাইরাস মহামারির কথা বিবেচনা করেই ভিড় নিয়ন্ত্রণের বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।
এ দিন ডিভিশন বেঞ্চ বলে, পার্ক স্ট্রিট এবং অন্যান্য জায়গায় ভিড় রুখতে পুলিশ-প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। রাস্তায় বেরনো মানুষকেও মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক ভাবে ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবকে ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করার নির্দেশ দেয়।
হাইকোর্টের নির্দেশ হাতে আসার পর পুলিশের তরফেও বিজ্ঞপ্তি জারির তোড়জোড় চলছে। আদালতের নির্দেশ মেনে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে বিশেষ ভাবে নজরদারি চালানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে। অর্থাত্, ভিড় নিয়ন্ত্রণে কোনো রকমের ফাঁকফোকর রাখতে চাইছে না। প্রশাসন। এর আগে গত ২৫ ডিসেম্বর শহরের বেশ কয়েকটি জায়গায় করোনাবিধিকে উপেক্ষা করে বিশাল সংখ্যক মানুষের জমায়েত নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে।
Facebook Comments