ভাদ্র মাসের গরম আর দিনরাত লোডশেডিং। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষের সামনে এসেছে নতুন সমস্যা। কখনো এক ঘণ্টা আবার কখনো সারা রাত বিদ্যুৎ থাকে না। বর্ষার কারণে যেমন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ভাইরাল জ্বরের প্রকোপও বেড়েছে, তেমনি লোডশেডিংয়ের সমস্যায় ভুগছে মানুষ। রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে অনেক জায়গায় ইতিমধ্যেই মেসেজ করে গ্রাহকদের জানিয়ে আসছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। তবে অনেক জায়গায় আগাম নোটিশ ছাড়াই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দুর্গাপূজা আসতেই তার আগে এমন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে মানুষ চরম বিপর্যস্ত।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই সোসাইটির অফিসের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী টুইট করেছেন, ‘পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার অর্থের অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। এ কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে, ফলে ঘাটতির মাত্রা ১২০০ মেগাওয়াট। রাস্তায় বের হওয়ার পর অবস্থা আরও খারাপ হচ্ছে, বাড়িতেও শান্তি নেই। এসবের মাঝেই চলছে লোডশেডিং। কোথাও কোথাও সারা রাত বিদ্যুৎ থাকে না।
বঙ্গে বিদ্যুৎ সংকট :-
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে… pic.twitter.com/8FtSPn6x5g
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) September 1, 2023
বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, “দেউলিয়া রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানাচ্ছি যে আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা আমাকে বিদ্যুৎ সরবরাহ সংস্থার সামনে ধর্নায় বসে থাকতে দেখবেন। সোমবার থেকে.”
গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শনিবার মালদহের চাঁচলে বিদ্যুৎ বরাদ্দ দফতরে বিপত্তি। মানুষের অভিযোগ, এমন প্রচণ্ড গরমেও প্রতিদিনই বিদ্যুৎ চলে যাচ্ছে। প্রচণ্ড গরমে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গাপূজাকে সামনে রেখে অনেক এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজ চলছে, যার কারণে কোথাও কোথাও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তবে বড় কোনো সমস্যা নেই। এখানে লক্ষণীয় যে সম্প্রতি বিধানসভায় মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন যে দুর্গাপূজাকে সামনে রেখে বিভিন্ন এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং যখনই রক্ষণাবেক্ষণের কাজ করা হয়, গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়। এ সময় থেকে এ সময় পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে জানা গেছে।
সূত্রঃ জাগরণ
ছবিঃ সংগৃহিত
Facebook Comments