বর্ষশেষে বাড়তি নিরাপত্তা শহরে। শুধু কলকাতা নয়, শহরতলীর সব জায়গায় চলবে নজরদারি। বিধাননগরও অন্যতম ব্যস্ততার কেন্দ্র। সেখানেও থাকছে কড়া নিরাপত্তা।
আজ বিকেল চারটে থেকে পরদিন ভোর পর্যন্ত নিরাপত্তার এই বিশেষ ব্যবস্থা কার্যকর করা হবে।
ছুটির দিন মানেই ভিড় জমে নানারকম বিনোদন কেন্দ্রে। তারমধ্যে রয়েছে ইকো পার্ক-সহ শপিং মলগুলি। সল্টলেক ও নিউ টাউন থেকে দক্ষিণ, উত্তর, পূর্ব কলকাতা ও শহরতলি, হাওড়া এবং বিমানবন্দরে পৌঁছোনোর জন্য শহরে অতিরিক্ত শতাধিক বাস প্রস্তুত রাখা হয়েছে। ইকো পার্কের ভিড়কে মাথায় রেখে নিউ টাউনে মেজর আর্টারিয়াল রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সাদা পোশাকে নজরদারি চালানো হবে সেই সব এলাকায়। বাড়ানো হচ্ছে মোবাইল পেট্রলিং। সিসিটিভি, স্পিড-ক্যাম, ব্রেথ অ্যানালাইজারও প্রস্তুত রাখা হচ্ছে। হেলমেটবিহীন মোটরবাইক চালকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে পুলিশ।
বর্ষ শুরু যেন সঠিক ভাবে হয়, তাই নিয়ে ব্যস্ত কলকাতা পুলিশ। নতুন বছর আসতে আর কিছু সময়ের অপেক্ষা।
Photo courtesy – bengalspider.com
Facebook Comments