অন্য এক বিশ্ব, বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য সচেতন সমাজ গড়ার লক্ষ্যে আবেদন। সেই লক্ষ্যে মিউজিক ভিডিও বানিয়েছেন জ্যোতি সাপ্রু ও আসিফ ইকবাল । “উই আর স্পেশাল”। পরিচালনায় অনিন্দ্য চ্যাটার্জি। সুর দিয়েছেন পীযূষ চক্রবর্তী। তথ্য দিয়ে সাহায্য করেছেন অভিরূপ সেনগুপ্ত ও প্রয়াস। কটু শব্দ ও ভাষার ব্যবহার থেকে অশালীন কার্যকলাপ, শিশুদের বাসযোগ্য সমাজ তৈরিতে সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার এই মিউজিক ভিডিওর মাধ্যমে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ উপেক্ষা করে বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে চেয়েছেন পরিচালক।
এই মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত ছিলেন অলকানন্দা রায়, অগ্নিমিত্রা পাল, অভিরূপ সেনগুপ্ত, রেশমি মিত্র, ঋদ্ধি বন্দোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল জানান, ‘ওরা নিষ্পাপ শিশু, ওরাও আমাদের মত নানান প্রতিভা ও গুণের অধিকারী। তাই ওদের সমাজ থেকে আলাদা না করে আরও বেশি করে সমাজের নানা কাজে অন্তর্ভুক্ত করতে হবে’। অলকানন্দা রায় বলেন, ‘ওদের পাশে থাকতে হবে আরও বেশি করে’।
Facebook Comments