‘প্রতিমা চন্দ্র ফাউন্ডেশন’ ও ‘ডাকঘরের’ যৌথ প্রয়াসে, ৩ ডিসেম্বর ২০১৭ তে, ২য় বার অনুষ্ঠিত হল রবীন্দ্র সঙ্গীতের প্রতিযোগিতা। জি ডি বিড়লা সভাঘরে এদিন উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ, শ্রাবণী বসু, জয় সরকার, জয়তি চক্রবর্তী সহ প্রমুখ।’অরুপ রতনের সন্ধানের খোঁজে’ বাছাই ১২ জন সঙ্গীত প্রতিযোগীর মধ্যে সেরা ৩ জনকে পুরস্কৃত করা হয় এদিন। ২০১৬ র ৩ জন বিজয়িনীর রবীন্দ্র গীতির সিডি লঞ্চ করা হয় একই মঞ্চে। আধুনিক সঙ্গীত জগতের শিল্পী ঊষা উত্থুপের হাত দিয়ে গানের সিডিটি আত্মপ্রকাশ করে।
তিনটি ভিন্ন পর্বের মাধ্যমে এই সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয়। যার প্রথম পর্বে ছিল ধ্রুপদী সঙ্গীত। দ্বিতীয় পর্বে নাটকের গান। তৃতীয় পর্বে খালি গলায় গান। উপস্থিত বিচারকমণ্ডলীর দেওয়া প্রাপ্ত নম্বরের বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ছিলেন অর্জুন, অনুরাগ ও ইমন। তাঁদের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় সোনা, রূপো ও ব্রোঞ্জের সরস্বতী সহ বাদ্যযন্ত্র। অনুষ্ঠানের শেষে, মঞ্চে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়। ‘আমার প্রাণের পরে চলে গেল সে…’ গান দিয়ে প্রয়াত শিল্পী প্রতিমা চন্দ্রের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান বাবুল।
রবীন্দ্রনাথের গানকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখার অসামান্য প্রয়াসের সেরা ঠিকানা হল মনোজ মুরলী নায়ারের পরিচালনায় ‘ডাকঘর’। প্রয়াত শিল্পী প্রতিমা চন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে, এই সঙ্গীত প্রতিযোগিতার বয়স ২ হলেও, আগামী বছরগুলিতে ‘অরুপ রতনের সন্ধানে’ রবীন্দ্র জগতের সঙ্গীত শিল্পীদের সন্ধান দেবেন ‘ডাকঘর’।
Photo – Koyel Paul Sinha
Facebook Comments