কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে রেকর্ড পতন হল তাপমাত্রার। ২৪ ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় সে নেমে গেল ৪ থেকে ৫ ডিগ্রি। রাজ্যে পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হয়ে গিয়েছে। তাপমাত্রা দশের নীচে নেমে গিয়েছে কোথাও কোথাও। কলকাতায় গত তিন বছরে শীতলতম নভেম্বর। সোমবার সকালে কলকাতায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে ছিল সাড়ে ১৯ ডিগ্রি ছিল। অর্থাত্ ২৪ ঘণ্টায় এক ধাক্কায় হ্রাস পেয়েছে ৪ ডিগ্রি।
এ দিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল পানাগড়। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। আসানসোল (১১.৭ ডিগ্রি) এবং বাঁকুড়া (১২.৭) ডিগ্রি। মঙ্গলবার এই সব অঞ্চলে পারদের আরও পতনের সম্ভাবনা। এ দিকে উপকূলেও যথেষ্ট ঠান্ডা পড়ে গিয়েছে। দিঘায় এ দিন পারদ ১৪.৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
Facebook Comments