পুজো মানেই আড্ডা, আর পেট পুজোর এবারের “পুজোয় বাঙালির পছন্দ”র মেনু সামনে আনল “সনেট”। আজ আমরা দেখে নেব ষষ্ঠীর মেনু। পুজোর কয়েকটা দিনে থাকবে আলাদা আলাদা মেনু। মানে জম্পেশ খাওয়া দাওয়া। একবার দেখে নেবেন নাকি?
মহাষষ্ঠী
ঠাকুর দেখে ক্লান্ত? ফ্রেশ হতে চাইছেন মন থেকে? একবার ঢুকে পড়ুন “সনেট”এ। আপনাকে আপ্যায়ন করা হবে গন্ধরাজ সিকাঞ্জি দিয়ে।
স্যালাড ও অন্যান্য
গার্ডেন গ্রিন্
বেগুন ভর্তা
চিংড়ি বাটা
পেয়ারা মাখা
টমেটো ভর্তা
পাঁপড় ভাজা
টমেটোর চাটনি
আমসত্ত্ব আর খেজুরের প্লাস্টিক চাটনি
এবার আসা যাক স্টার্টার
বোনলেস চিলি চিকেন
চিংড়ির চপ
দহি কে সাম্মি টিকিয়া
সয়াবিনের চপ
বাঙালি যখন একটু ভাত না থাকলে কি জমে। তার ব্যবস্থাও আছে।
কলকাতা মাটন বিরিয়ানি
মুরগা চাপ
ইলিশ মাছের ঝাল
আপনি কি নিরামিষাশী? তার জন্য আছে স্পেশাল মেনু।
ফুলকপির মালাইকারি
ভিন্ডি আর টমেটো কালিয়া
মোচা আর আলুর ঘণ্ট
ছানা পোস্তর দম
পুঁইশাকের চচ্চড়ি
চিলি বান্ট গারলিক নুডলস
আছে আছে, আরও কিছু আছে।
সবজি দিয়ে ছোলার ডাল
কড়াইশুঁটির কচুরি
গোবিন্দ ভোগের মিষ্টি পোলাও
মিষ্টি মুখ না করে ছাড়বে না “সনেট”
মিষ্টি দই
রসগোল্লা
বেকড মিহিদানা
পাটিসাপটা
আর সব শেষে ভ্যানিলা আইসক্রিম।
Facebook Comments