ঘড়িতে তখন কাটায় কাটায় ৬ টা। গরিয়াহাটের একটি চারদেওয়ালের ঘর ভরে উঠছে ফুল, অভিনন্দন আর খুশির জোয়ারে। একে একে হাজির হচ্ছেন টলিউডের তারকারা। প্রত্যেকেই মিশে যাচ্ছে তাদের আড্ডা, হাসি, গল্পে। আরেকপাশে তখন জন্ম নিচ্ছে “আতস”। “রাঙা”তার তিনবছরের জার্নিকে মনে রেখে হাত ধরল “আতস” এর। ১১ ডিসেম্বর হয়ে উঠল অন্যতম সেরা দিন। শুধু ১ টা নয় তিনটি কারনে মনে রাখবে রাঙার ভক্ত রা।
চান্দ্রেয়ি ঘোষ ও অদিতি রায় তিনবছর আগে খেলার ছলে পথ হাঁটা শুরু করেন। ভাবনায় ছিল শুধু নতুন কিছু করার। জন্ম নিল “রাঙা”। সেই রাঙার তিন বছরের মাথায় সে হয়ে উঠল কলকাতার অন্যতম সেরা বুটিক। ১১ ডিসেম্বর “রাঙা” পা দিল তিন বছরে।
এই দিনই জন্ম নিল “আতস”। সুজয় প্রসাদ চ্যাটার্জি “আতস” তৈরি করলেন। তিনি বললেন, “অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন কিছু করব, এবার সেই পথ খুঁজে পেলাম”। এই দিনটাকেই বেঁছে নেওয়া কেন?জানা গেল যখন এই তিন বন্ধুর মধ্যে “আতস” আসার গল্প হচ্ছে তখন তারা ঠিক করেন ১১ ডিসেম্বরকে। কারন এই দিনটা শুধু “আতস” জন্ম নিল না। জন্মদিন সুজয় প্রসাদ চ্যাটার্জিরও।
সময় যেতেই গানের সুরে ভাসল সকলে। “রাঙা” “আতস” আর সুজয় প্রসাদের জন্মদিনে শুভেচ্ছায় ভরে উঠল ঘর। হাজির হলেন সৃজিত মুখার্জি, অর্পিতা চ্যাটার্জি, তথাগত মুখার্জি, দেবলিনা দত্ত মুখার্জি, মনামী ঘোষ, মনোময় ভট্টাচার্য, পরমা ব্যনার্জি, ছিলেন আরও অনেকে।
পোশাক, গয়না দিয়ে নিজেকে সাজানো হোক নিজের জন্যই। রাঙা, আতসের সাজে সেজে উঠুক সকলে। সেজে উঠুক তিলোত্তমা।
Photograph by- Rainak Dutta
Facebook Comments