বছর ঘুরতে না ঘুরতেই কমে গেলো জিএসটির আধিপত্য । আজ সকালে ঘোষিত হল ২২৭টির মধ্যে ১৭৮টি জিনিসের উপর থেকে জিএসটির মান কমানো হল । ২৮ থেকে ১৮ তে নেমে এলো বেশ কিছু জিনিসের দাম তার পাশাপাশি ১৮ থেকে ৫ শতাংশ জিএসটি করা হল এসি রেস্তোরাঁয় বিলে ।
এক নজরে দেখে নিন কোন জিনিসের দাম কম হল –
১)বেডিং, আসবাবপত্র
২)ইলেকট্রনিক জিনিস এবং কম্পিউটার প্রিন্টার
৩)ব্যাগ ও সুটকেস
৪)সব ধরণের প্রসাধনী ও সুগন্ধী
৫)ডিটারজেন্ট ও বাসন ধোয়ার সামগ্রী
৬)ফ্যান, পাম্প, ল্যাম্প, কম্প্রেসর
৭)মার্বেল টাইলস ও বাথরুম ফিটিং
৮)স্টোভ, বাসন ও প্রেসার কুকার
৯)হাত ঘড়ি ও চামড়ার পোশাক
১০)সেভিং কিট, রেজর
১১)অ্যালুমিনিয়ম ফিটিং, আয়না, সেফটি গ্ল্যাস
১২)বাদ্যযন্ত্র, ঘর সাজানোর জিনিস
১৩)বাটার, কোকো, তেল, চকলেট, চিউইং গাম
১৮)সানগ্লাস, দূরবীন
Facebook Comments