আজ ২৭ শে ডিসেম্বর। এই দিনটায় একজন বিখ্যাত শিল্পীর জন্মদিন। যার কলমের জাদুতে সাহিত্য পেয়েছিল প্রাণ। যার কাছে প্রেম কখনো মজা কখনো আনন্দ কখনো বা বিরহ। যে খুদার কাছে নিজেকে সমর্পণ করেছে, যে ছোটখাটো দুঃখেও নিজের চোখের জল বইয়েছে তিনি হলেন বিখ্যাত শিল্পী মির্জা গালিব। সাল ১৭৯৭ এ আগ্রায় জন্মেছিলেন। তারপর মুঘল আমলে তিনি তাঁর নিজের শিল্পসত্তার প্রকাশ ঘটিয়েছিলেন তাঁর কলমের ছোঁয়ায়। ভারতের বুকে জন্ম নেওয়া এমন একজন শিল্পীর জন্মদিন সাধারণ মানুষ ভুলে যেতে পারলেও গুগল কিন্তু মনে করিয়ে দিয়েছে।
যারা গজল পছন্দ করেন তাঁরা হয়ত মনে রেখেছেন মির্জা আসাদুল্লাহ বেগ খানকে। কারণ, এখনও যারা গজল গান তাঁদের গানের লিস্টে মির্জা গালিব থাকবেন না এমনটা হতেই পারে না। সঙ্গীত বিশারদ, রাহাত ফাতে আলি খান, জগজিৎ সিং এর কণ্ঠে বহুবার মির্জা গালিবের গজল ভেসে উঠেছে। এমনকি তাঁর প্রত্যেকটা সায়েরির মধ্যে প্রেম, আনন্দ, সমর্পন, উৎসর্গ , বিরহ সব প্রকাশ পেয়েছে।
তাঁর রচিত সায়েরি, ‘ দিল-এ- নাদান তুঝে হুয়া কেয়া হ্যায়’, গজল- ‘ ইয়ে না থি হামারি কিসমাত’, ‘ হাজারো খোয়াইসে এইসি কি হার খোয়াইস পে দম নিকলে’, ‘কইই উমিদ বার নহি আতি’ শুনলে মনের অনুভূতি গুলো পাল্টে যায়। এরকম আরও সায়েরি ও গজল আছে যার ভাষা পরিবর্তন করে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। কারণ, মুঘল শাসন কালে মির্জা গালিব উর্দু পার্সি ভাষাতেই লিখতেন। পরবর্তিতে ভাষার পরিবর্তন করা হয়েছে।
Photo- Google page
Facebook Comments