নতুন বছরে মার্চের আগেই রাইপুর গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ নিচ্ছে গলসি ১ লোয়া- রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পরিস্রুত জল বাসিন্দাদের মধ্যে সরবরাহ করা হবে। মাস দুয়েকের মধ্যেই এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। লোয়া-রামগোপালপুর গ্রাম
পঞ্চায়েত প্রধান ফজিলা বেগম বলেন, দ্রুত রাইপুর এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি জানান, এই পানীয় জল সরবরাহের খরচ হচ্ছে পাঁচ লাখ টাকা। আরও জানান,রাইপুর গ্রামে গুরুত্বপূর্ণ স্থানে মোট তিরিশটি পয়েন্ট করা হচ্ছে। গ্রামের মানুষ এতে অনেক উপকৃত হবে বলে জানা যায়। তিন মাসের মধ্যেই এই কাজ শেষ করা হবে বলে তিনি জানান।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পানীয় জলের প্রকল্প তৈরির কাজ অনেকটাই হয়েছে। পাইপ লাইন পাতার কাজও এগিয়েছে। বিভিন্ন এলাকায় পানীয় জলের চাহিদা সম্পর্কিত বিষয় নিশ্চিত হওয়ার জন্য সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। বিভিন্ন জায়গায় পাইপ লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা হচ্ছিল। তবে যাবতীয় সমস্যা সামলে এবার বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের বিষয়টি চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাসিন্দারা জানান, প্রতি বছরই গরম কালে পানীয় জলের সংকট শুরু হয়। এবারও কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝেমধ্যে এই সংকট মাথাচাড়া দিয়েছে। বাধ্য হয়ে অনেকেই এখন জল কিনে খান। এতে প্রতি মাসে জল কিনতে প্রচুর টাকা বেরিয়ে যায়। শহরের রাস্তার ধারের ট্যাপকলের জলের মান নিয়েও প্রশ্ন রয়েছে। পঞ্চায়েতের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ বাস্তবায়িত হলে খুবই ভলো হবে বলে মন্তব্য করেন রাইপুর গ্রামের মানুষ।
Photography – Sudeep Pal
Facebook Comments