খুলে গেল ফেরি চলাচল। প্রায় দু’মাস বন্ধ ছিল ব্যারাকপুরের ধোবিঘাট এর পথ। কয়েক মাস আগে ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে অস্থায়ী জেটি ভেঙে ২১ জনের মৃত্যুর পরেই নড়েচড়ে বসে দফতর। রাজ্য জুড়েই ফেরিঘাটের হাল ফেরানোর দিকে নজর দেয় রাজ্যের পরিবহণ দফতর।
দু’মাস আগে ব্যারাকপুরের ধোবিঘাট এর কাজে হাত দেওয়া হয়। ফলে দু’পারের যাতায়াত বন্ধ হয়ে যায়।
গ্যাংওয়ের কাঠ এবং লোহার কাঠামো বদল করা হয়। পুরনো পন্টুন। নৌকো পাড়ে না আসা অবধি অপেক্ষমাণ যাত্রীরা যাতে জেটিতে না যেতে পারেন, সেজন্য গেট লাগানো হয়েছে।
যাত্রীদের জন্য ছাউনি তৈরি, সিসি ক্যামেরা বসানোর মতো কাজ হয়েছে পুরসভার তত্ত্বাবধানে। ব্যারাকপুরের ঘাটও তৈরি হয়ে গিয়েছে।
দু’মাস আগে শ্রীরামপুরে এসে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ব্যারাকপুরের দিকে পাকা জেটি তৈরি হয়ে গেলে এখানে ঝুঁকিপূর্ণ ভুটভুটি তুলে ফেলা হবে। পারাপার করা হবে লঞ্চে। নতুন বছরে নতুন ভাবে সেজে উঠছে জলপথ।
Photograph by- panoramio.com
Facebook Comments