বুধবার বিকেল ৫.২৫টা নাগাদ আচমকাই রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। জানা যায়, প্রায় ৪৫ মিনিট ধরে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠক হয় এ দিন। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়েও বৈঠকের বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে রাজভবন সূত্রে জানা যায়, নতুন বছরে সৌজন্য সাক্ষাতেই এসেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাঁদের দু’জনের মধ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এ দিন সকালে পূর্ব মেদিনীপুরে সফরে যান রাজ্যপাল। রাজ্যে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দেন তিনি। তার কয়েক ঘণ্টা পরেই মুখ্যমন্ত্রীর রাজভবন সফর নিয়ে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook Comments